ইউরোপ: ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ৮ হাজার করোনা শনাক্ত হয়েছে। যা ইউরোপসহ দেশটির সর্বোচ্চ রেকর্ড। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বুধবার জানিয়েছেন, ফ্রান্সে করোনার সুনামি দেখা যাচ্ছে। প্রতি সেকেন্ডে ফ্রান্সের ২ জন করোনা পজিটিভ হচ্ছেন। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে হাসপাতালের পরিস্থিতি উদ্বেগজনক। তবে, ওমিক্রনের প্রভাব এখনো পড়েনি। জ্বর হাসপাতালের অন্য সেবাকে আরও জটিল করে তুলবে।
ফ্রান্সে গত কয়েক দিন ধরে করোনার রেকর্ড ভাঙছে। মঙ্গলবার দেশটিতে ১ লাখ ৮০ হাজার ইতিমধ্যে ইউরোপের কোনো দেশের জন্য সর্বোচ্চ ছিলো।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ৭ দিনে গ্লোবাল বিশ্বব্যাপী করোনা সংক্রমণের রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়েছে।