বিশেষ সংবাদদাতা:
করোনা পরিস্থিতিতে প্রকাশ্যে রবীন্দ্রনাথের জন্মদিনের আয়োজন করা যায়নি। তবে অনাড়ম্বর ভাবেই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কবিগুরুর জন্মদিন পালিত হয়েছে। কলকাতায় রবীন্দ্রসদনের পাশে ক্যাথিড্রাল রোডে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মালা দিয়ে কবির জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রতি বছর আমরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে থাকি। এবার লকডাউনের জন্য সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু তাঁর প্রতি ভালবাসা ও আবেগকে তো রোখা যায় না। তাই তাঁকে আমরা এ ভাবেই স্মরণ করছি।’
কিন্তু রবীন্দ্রজয়ন্তীতে কলকাতা ও রাজ্য পুলিশের তরফে তাঁর লেখা গান বাজানো নিয়ে রাজ্যে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, নবান্ন থেকে এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং প্রতি জেলায় রাজ্য ও কলকাতা পুলিশকে রবীন্দ্রজয়ন্তী পালনের নির্দেশ দেন। ওই নির্দেশে জানানো হয়, রবীন্দ্রনাথের কাটআউট নিয়ে একটি ট্যাবলো বিভিন্ন অঞ্চল পরিক্রমা করবে। সেখানে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত বাজানো হবে। তার সঙ্গেই করোনা সচেতনতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানও বাজাতে হবে।
সেই নির্দেশ অনুযায়ী কলকাতা ও রাজ্য পুলিশ সে ভাবেই রবীন্দ্রজয়ন্তী পালন করে। কিন্তু বিরোধী দলগুলি এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। করোনা সচেতনতা নিয়ে মুখ্যমন্ত্রীর বাণী প্রতি মুহূর্তে সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। বৈদ্যুতিন চ্যানেলগুলিতেও সম্প্রচারিত হচ্ছে। কলকাতা পুলিশও প্রচার করছে। কিন্তু রবীন্দ্রজয়ন্তীর ট্যাবলোতে মুখ্যমন্ত্রীর গান বাজানোকে ‘আজব ঘটনা’ বলে উল্লেখ করেছে তারা।
এদিকে, বিজেপির তরফে দলের সভাপতি দিলীপ ঘোষও টুইটারে বিশ্বকবিকে শ্রদ্ধা জানান। তিনি লিখেছেন, ‘এবার রবীন্দ্রনাথের জন্মদিন আমাদের পালন করতে হচ্ছে ঘরে বসে। পরিস্থিতির জন্য আমরা প্রকাশ্যে তাঁর জন্মদিন পালন করতে না পারলেও তিনি আমাদের হৃদয়ে রয়েছেন। তাঁর দেখানো পথেই আমরা এগিয়ে যাব।’ এ ছাড়া কোথাও কোনও অনুষ্ঠান না হলেও বাঙালিদের অনেকেই ফেসবুক লাইভে কিংবা বাড়িতেই নাচ–গান করে, আবৃত্তি করে কবির প্রতি শ্রদ্ধা জানান। কেউ বা ঘরে কিংবা বাড়ির ছাদে রবীন্দ্রনাথের ছবিতে মালা দিয়ে তা ফেসবুকে পোস্ট করেন।
রাজনৈতিক নেতাদের পাশাপাশি চলচ্চিত্র এবং সংস্কৃতি জগতের মানুষও এদিন রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানান। সিঙ্গাপুর থেকেই এদিন কবিগুরুকে নিজের প্রণাম জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ‘দাঁড়িয়ে আছ তুমি আমার’ গানটির সঙ্গে নাচ করেন তিনি। সেই দৃশ্য ফেসবুকেও আপলোড করেন। বললেন, ‘অন্ধকারে লড়াই করার অনুপ্রেরণা নিতে হবে রবীন্দ্রসৃষ্টির মধ্য থেকেই।’ অভিনেত্রী জয়া আহসান নিজের গলায় গানের মাধ্যমে কবিকে স্মরণ করেন। নিজের অভিনীত ‘ডুবসাঁতার’ সিনেমায় স্বকণ্ঠে গাওয়া ‘তোমার খোলা হাওয়ায়’ গানটি ফেসবুকে শেয়ার করেন। তিনি জানান, ছোট থেকে রবীন্দ্রনাথের সাহিত্য ও গানকে আশ্রয় করেই বড় হয়ে উঠেছেন।
রবীন্দ্রনাথের জন্মদিনে কবির ছবি এঁকে শ্রদ্ধা জানালেন ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা অভিনেত্রী মধুমিতা সরকার। মধুমিতার ছবি আঁকতে পারার ঘটনা চলচ্চিত্র জগতের অনেকেই জানতেন না। অভিনেত্রী মনামী ঘোষ কবির লেখা ‘অভিসার’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানান। অভিনেত্র্রী ঐন্দ্রিলা সেনও ‘নৃত্যের তালে তালে’ গানের সঙ্গে নাচ করেন। সেই ভিডিও শুট করেন অভিনেতা অঙ্কুশ হাজরা।