আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে করোনার দৈনিক সংক্রমণ আরও কমেছে। মৃত্যুর দৈনিক সংখ্যাও কমেছে। তবে সেখানকার উত্তর ২৪ পরগনা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৯ জন মারা গেছেন। এ নিয়ে সেখানে আতঙ্ক বিরাজ করছে।
পাশাপাশি কলকাতায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।
আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতের ওই রাজ্যে ১১ হাজার ২৮৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ হাজার ৪৮২ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কলকাতায় ১ হাজার ৮৩০ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
সংক্রমণ ক্রমশ কমতে থাকলেও গত ৩ দিন ধরে সেখানে দৈনিক মৃত্যুর সংখ্যা দেড়শ’র কাছে ছিল। তবে গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ১৪২। এর মধ্যে কলকাতায় এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৪২৮ জন।
উত্তর ২৪ পরগনা জেলায় সব মিলিয়ে ৩ হাজার ৮৮৬ জনের মৃত্যু হয়েছে। ওই দু’জায়গা ছাড়া গত ২৪ ঘণ্টায় হাওড়ায় ১৪, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮ জন করে রোগী মারা গেছে। এছাড়া, জলপাইগুঁড়িতে ৬, নদিয়ায় ৫, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে ৩ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।
সংক্রমণ রুখতে করোনাবিধি মেনে চলা ছাড়াও টিকাদান এবং কোভিড টেস্ট করানোর পক্ষে মত দিয়ে আসছেন সেখানকার চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনেই সেখানে টিকাকদানের সংখ্যা বাড়ানো হচ্ছে।