বিশেষ সংবাদদাতা,কলকাতা:
ফের মৃত্যু হল করোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কলকাতারই একটি বেসরকারি হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ছিলেন তিনি।
তবে তাঁর মৃত্যু করোনাতেই হয়েছে কিনা, সে ব্যাপারে কিছু জানায়নি স্বাস্থ্য ভবন। জানা গিয়েছে, করোনায় আক্রান্ত ওই চিকিৎসকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারের গঠিত অডিট কমিটি। ওই কমিটির রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। কয়েকদিন আগে ওই চিকিৎসকের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। ১৪ এপ্রিল তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে ১৭ এপ্রিল তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। সোমবার ভারতীয় সময় রাত আটটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
ওই চিকিৎসক করোনা রোগীর চিকিৎসার কাজে যুক্ত ছিলেন না। তাই মনে করা হচ্ছে করোনা আক্রান্ত এমন কোনও রোগী তাঁর কাছে চিকিৎসার জন্য এসেছিলেন, যাঁর শরীরে করোনার উপসর্গ ছিল না বলে হয়তো বুঝতে পারেননি তিনি। সেই রোগীর কাছ থেকেই তাঁর শরীরে করোনা সংক্রমণ হয়ে থাকতে পারে। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে শনিবার গভীর রাতে মৃত্যু হয় রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা বিপ্লব দাশগুপ্তের। তাঁর মৃত্যুর কারণ করোনা কিনা, সে বিষয়ে এখনও অডিট কমিটির রিপোর্ট জানা যায়নি। রাজ্যে করোনা আক্রান্ত আরও কয়েকজন চিকিৎসকের শরীরে কোভিড–১৯ ভাইরাস সংক্রমণের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁরা সকলেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।