বিনোদন: মুখে মুখে নয় এখন কানে কানে, মনে মনে ‘কাঁচা বাদাম’। ভাইরাল এই গান এখন গুনগুন করছে সবাই। ভুবন বাদ্যকারের কাঁচা বাদামের স্বাদ ভুলতে না ভুলতেই বাদাম এবার ভেজে ফেলেছেন জলপাইগুড়ির গুরুপদ সরকার।
তিনি বলেন, ‘কাঁচা বাদাম গানের থেকেই শুরু আমার ভাজা বাদাম গানের যাত্রা।’ জানা গেছে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধাপগঞ্জে থাকেন বাদাম বিক্রেতা গুরুপদ সরকার।
নিজের কাজ সম্পর্কে গুরুপদ জানান, গত দুই বছর ধরে বাদাম বিক্রি করছেন তিনি। ভাজা বাদাম নিয়ে গান বাঁধার দৌলতে তার বিক্রি অনেকটাই বেড়েছে। অনেকেই আসছেন, গান শুনছেন আর বাদাম কিনে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও জানান, গান তৈরির অনুপ্রেরণা তার কাঁচা বাদামের গান শুনেই। কাঁচা বাদাম কেউ খায় না। সবাই ভাজা বাদাম খায়। তাই এবার ভাজা বাদাম নিয়ে গান ধরেছি। ২০ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে তার এই বাদাম। গান করে বাদাম বিক্রি করে ইতোমধ্যে মানুষের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছেন তিনি।
সম্প্রতি কাঁচা বাদাম নিয়ে গান তৈরি করে বিখ্যাত হয়েছেন ভুবন বাদ্যকার। তার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল হয়েছে যে, বাংলাদেশ থেকেও কন্টেন্ট মেকাররা যাচ্ছেন ভুবন বাদ্যকারের ভিডিও সাক্ষাৎকার নিতে। ভুবন বাদ্যকারের কাঁচা বাদামের মতো গুরুপদ সরকারের ভাজা বাদামও মার্কেট পাবে, এমনই আশা করছেন জলপাইগুড়ির সরকার।