নিজস্ব প্রতিবেদক: ইতালিতে প্রবেশ করতে না পেরে ফেরত আসতে হলো প্রবাসী বাংলাদেশীদের। দু’দিন ইতালির মিলান ও কাতারের দোহা বিমানবন্দরে চরম দুর্ভোগের পর অন্তত ৫৪ জন বাংলাদেশিকে ঢাকায় ফিরতে হয়েছে। ইতালিতে প্রবেশে সরকারি নির্দেশনা যথাযথভাবে বিমানবন্দরগুলোতে না পৌঁছানোর ফলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বিমানবন্দর থেকে ফেরত আসা প্রবাসীদের। দ্রুত এই সমস্যার সমাধান দাবি ভুক্তভোগীদের।
১৯ তারিখ ইতালির উদ্যেশ্যে কাতার এয়ারওয়েজে ঢাকা ছাড়েন তারা। কাতার হয়ে ইতালি যাওয়ার কথা থাকলেও ইতালি ঢুকতে দেয়া হয়নি প্রবাসিদের। ফলে কাতার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে ৫৪ জন প্রবাসী বাংলাদেশিদের।
ইতালির মিলান থেকে চারজন এবং কাতারের দোহা থেকে অন্যদের ইতালি প্রবেশের সুযোগ দেয়া হয়নি। দুইদিন অবস্থানের পর দোহা বিমান বন্দর থেকে প্রবাসীদের ফেরত পাঠানো হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইতালি প্রবাসীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি। দোহা বিমানবন্দরে আটকে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের।
ইতালিতে প্রবেশে সরকারি নির্দেশনা যথাযথভাবে বিমানবন্দরগুলোতে না পৌঁছানোর ফলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন বিমানবন্দর থেকে ফেরত আসা প্রবাসীরা। একই সাথে বিমানের টিকিটের মূল্য ফেরত দেয়ার দাবি জানান তারা। করোনার কারণে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে