রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে ৬ বছরের সাজাপ্রাপ্ত এবং ১৪ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. বাদশা (৪০)। সে কাপ্তাইয়ের মদের টিলার মৃত মনিরের ছেলে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় পূর্ব মোহরা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাপ্তাই থানা পুলিশ।
গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, গ্রেফতার বাদশা বনদস্যু হিসেবে পরিচিত। সে সরকারি বাগানের গাছ কেটে অবৈধভাবে পাচার করত। কাপ্তাই থানার তিন মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি সে। এছাড়া ১০টি সিআর ও ১টি জিআরসহ মোট ১৪ মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। ২০১২ সাল থেকে সে পলাতক। গ্রেফতার বাদশাকে মঙ্গলবার দুপুরে রাঙামাটির বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে।