নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে সাভার ও আশুলিয়া অভিযান চালিয়ে দেড় কেজি হেরোইনসহ দুই নারী ও পুরুষকে আটক করেছে র্যাব। তারা হলেন-সবুর রহমান (৩২) ও নাজমা আক্তার (২৮)। তাদের দুজনের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলায়।
র্যাব-২ এ কর্মরত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, সংবাদ ছিল ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসে খাদ্য সামগ্রীর আড়ালে পাচার হয়ে আসা প্রায় দেড় কোটি টাকা মুল্যের ১ কেজি ৬৫০ গ্রাম হেরোইন এসেছে। পরে অভিযান চালিয়ে সেগুলোসহ দুইজনকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছে। তারা ওই এলাকায় স্বামী স্ত্রী হিসেবে বাসা ভাড়া নিয়ে এ ব্যবসা করছিল। তারা দুজনে গার্মেন্টেসে চাকরী করে জানালেও আসলে তারা মাদকের ব্যবসা করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।