দৈনিক প্রত্যয় ডেস্কঃ কারও বাড়ি ভাঙেনি। কাউকে আঘাতও করেনি। তবুও নিজ আর গর্ভে থাকা সন্তানের জীবনের বিনিময়ে মানুষের হিংস্রতার আরো একটা প্রমাণ রেখে গেলো কেরালার একটা হাতি। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে সবাই। বাদ যাননি ভারতের ক্রিকেটার কিংবা ফুটবলারা। এ ঘটনাকে মানবিকতার বিপর্যয় বলে, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের।
প্রিয় গর্ভজাত সন্তানের জন্য না হয় একটু আহার। না হয় ভুল করেই ভুলটা করা। লোকালয়ে প্রবেশ। তাই বলে এতটা নির্মম, নিষ্ঠুর, পাশবিক আচরণ!
কেরালার অন্তঃসত্ত্বা হাতি হত্যার প্রতিবাদে ফুঁসছেন নেটিজেনরা। ভারত ছাপিয়ে যে ঢেউ পৌঁছেছে তাবদ দুনিয়ায়, বাড়ছে আহাজারি।
যেখানে প্রকৃতির প্রতিশোধে বিপর্যস্ত পৃথিবী সেখানে স্বদেশি মানুষের এমন বেপরোয়া কর্মকাণ্ডে, হতবাক ভারতের ক্রীড়াঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ঝরছে ক্ষোভ।
কেরালার ঘটনায় মর্মাহত দেশটির ক্রিকেট কাপ্তান বিরাট কোহলি। এমন হত্যাকাণ্ডকে ভয়ানক বলে কাপুরুষোচিত কাজ বন্ধের আহ্বান তার। বিরাটের স্ত্রী আনুশকা শর্মাও ছিলেন এই দলে।
প্রতিবাদে সুর চড়িয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও। আশা করেছেন দোষী রাক্ষসদের অবশ্যই শাস্তি হবে। সুরেশ রায়না এমন ঘটনাকে বলছেন লজ্জাজনক আর মানবতার বিপর্যয়। রিশাভ পান্তও হয়ে গেছেন বাকরুদ্ধ। কিভাবে কেউ এতটা নির্মম হতে পারে সে প্রশ্নও এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
পার্থিব প্যাটেল মৃত হাতিটির ছবি পোস্ট করে চেয়েছেন বিচার, মনোজ তেওয়ারী, সিধার্থ কাউল চেয়েছেন ক্ষমা। নিরীহ এই প্রানীটার জন্য দেখিয়েছেন ভালোবাসা।
বিজয় শংকর, উমেশ যাদব, কুলদ্বীপ যাদব, শুভমান গিল। ধিক্কার জানানোর এই দলে আছে সবাই। সাথে নির্মম এই ঘটনার জন্য জানিয়েছেন সমবেদনা।
তবে এসবে জাননি সাবেক টিম ইন্ডিয়ান স্পিনার হরভজন সিং। দোষীদের সর্বোচ্চ শাস্তিদাবি তার। এ দলে আছেন নভোদ্বীপও।
ডিপিআর/ জাহিরুল মিলন