আবু হুরায়রা রাসেল যশোর জেলা প্রতিনিধিঃ
কেশবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে, প্রতিপক্ষরা হামলায় মহিলাসহ ৫ জনকে মারপিট করে গুরুতর আহত করেছে, বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের মধ্যে ১জন উদ্ধার করে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাকি ৪ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।
এ ঘটনায় জগন্নাথ সাহা বাদি হয়ে, কেশবপুর থানায় ৩ জনের বিরুদ্ধে একটি লিখিত মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।মামলার সূত্রে জানা গেছে উপজেলার মধ্যকুল গ্রামের মৃত গোলক সাহার ছেলে, কালী দাস সাহার সাথে তার আপন ভাই শ্যামল সাহার সঙ্গে দীর্ঘদিন ধরে, জমি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।এরই জের ধরে রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে, কথা কাটাকাটির একপর্যায়ে শ্যামল সাহা,তার ছেলে অপর্ণ সাহা ও নবায়ন সাহা মিলে বাঁশের লাঠি,লেহার রড় দেশী দা,দিয়ে কালী দাস সাহা(৬৬), তার স্ত্রী ভবানী সাহা(৫৫), ছেলে বিশ্বনাথ সাহা(৩৬), জগন্নাথ সাহা (৩২), ও তার স্ত্রী নিপা সাহা(২৪) কে, মারপিট করে গুরুতর আহত করে। এর মধ্যে কালী দাস সাহা উদ্ধার করে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে শ্যামল সাহার বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও, তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মামলার তদন্তকারী থানার এস আই ফজলে রাব্বী মোল্লা বলেন, জগন্নাথ সাহা বাদি হয়ে কেশবপুর থানায়, ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় ৩ ব্যক্তি কে আটক করা হয়েছে।