আবু হুরায়রার রাসেল যশোর জেলা প্রতিনিধি:
যশোরের কেশবপুর কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকের পক্ষ থেকে, উপজেলার ৩শ পল্লী চিকিৎকের মাঝে ,হ্যান্ডগ্লাপ্স, মাক্স, ও ক্যাপ বিতরন করা হয়েছে। উক্ত ক্লিনিকের স্বত্বাধিকারী মিজানুর রহমান বাবু, ও মোঃ রাশিদুল আলম(লিটু), নিজে উপস্থিত থেকে উপজেলার পল্লী চিকিৎসকদের মাঝে এই উপকরন বিতরণ করেন।
ক্লিনিকের স্বত্বাধিকারী মিজানুর রহমান বাবু সাংবাদিকদের বলেন, দেশের এই ক্রান্তিকালে নোভেল করোনা ভাইরাস মোকাবেলায়, ডাক্তাররা যখন রোগীর সেবা দিতে অপারগতা প্রকাশ করছে। ঠিক সেই মুহুর্তে আমাদের ক্লিনিকের অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে, জীবনের ঝুকি নিয়ে আগত রোগীদের যতদুর সম্ভব সেবা প্রদান করার চেষ্টা করে যাচ্ছে। শুধু আমার ক্লিনিং নয়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও গ্রাম পর্যায়ের পল্লী চিকিৎসকরা, যাতে তাদের সংস্পর্শে আসা রোগীদের কাছ থেকে কোন ভাবে করোনা ঝুকিতে না পড়ে তার জন্য, ক্লিনিক কর্তৃপক্ষ পল্লী চিকিৎসকদের, জন্য উন্নতমানের ,হ্যান্ড গ্লাপ্স, মাক্স, ও ক্যাপের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের ও বাসায় থাকার পরামর্শ প্রদান করছি।