দৈনিক প্রত্যয় ডেস্কঃ ভারতীয় টিভি সিরিয়ার ‘ক্রাইম পেট্রল’র অভিনেত্রী প্রেক্ষা মেহতা আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ মে) রাতে তিনি আত্মহত্যা করেন।
আত্মহত্যার কিছুক্ষণ আগে ২৫ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো স্বপ্নকে মরে যেতে দেখা।’ স্ট্যাটাসের কিছুক্ষণ পরেই নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে পরিবারের সকল সদস্য প্রেক্ষাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা করেছে, করোনার কারণে হাতে কোনো কাজ না থাকায় সে হতাশায় আত্মহত্যা করেছেন।
পারিবারিক সূত্র থেকে জানা গেছে, একটি সুইসাইড নোট রেখে গেছেন প্রেক্ষা। তবে তাতে মৃত্যুর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
প্রেক্ষা থিয়েটারে কাজ করার পর ২০১৮ সালে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি দেন। ‘ক্রাইম প্যাট্রোল’ ছাড়াও ‘মেরি দুর্গা’ ও ‘লাল ইশক’ নামে টিভি সিরিয়ালে দেখা গেছে তাকে। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘প্যাড ম্যান’ ছবিতে।
ডিপিআর/ জাহিরুল মিলন