প্রত্যয় নিউজ ডেস্কঃ গুরুতর অসাদাচরণের দায়ে চাকরি হারালেন ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী থাবাং মোর। তদন্ত চলাকালীন সময়ে সাময়িক বরখাস্ত ছিলেন তিনি।
বৃহস্পতিবার সিএসএ এক বিবৃতির মাধ্যমে জানায় নতুন প্রধান নির্বাহীর নিয়োগ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দয়িত্ব পালন করবেন কুগান্দ্রি গোভেন্দার।
এর আগে গত ১৫ আগস্ট ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান ক্রিস নেনজানি। প্রশাসনিক ঝামেলার কারণে নেনজানি চাপের মুখে ছিলেন। সেজন্য সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।
২০১৯ সালের ডিসেম্বর মাস থেকেই সাময়িক বরখাস্ত হয়ে ছিলেন থাবাং। চলতি মাসের ১৯ তারিখ থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন গোভেন্দার।
ডিপিআর/ জাহিরুল মিলন