ওয়েব ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় না এলে সারাদেশে যে উন্নয়ন হয়েছে তা বিএনপি-জামায়াত বিনষ্ট করবে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ট্রাফট ঘাস দ্বারা নির্মিত জিনজিরা ঈদগাহ ও খান বাহাদুর হাজী হাফেজ মোহাম্মদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫)’ ২৩ এর উদ্বোধনকালে সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন, সারাদেশে উন্নয়ন হচ্ছে। মেট্রোরেল, রাস্তাঘাট, টানেল, এয়ারপোর্টেসহ সব ধরনের উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার সরকার আছে বলেই সেটি সম্ভব হচ্ছে। আর আগামী নির্বাচনে যদি এটার কোনো পরিবর্তন হয় তাহলে সবকিছু উল্টে যাবে। সব ধ্বংস করে ফেলবে। তারা লুটপাটকারী, দুর্নীতিবাজ ও ধ্বংসকারী। ওরা ক্ষমতায় এলে সব কিছু বিনষ্ট করবে।
তিনি আরও বলেন, চোখের সামনে উন্নয়ন দেখতে পাচ্ছেন। ২০ বছর আগে কি ছিল আর এখন কি আছে। আপনারাই বিচার করবেন।
বিদ্যুত সেক্টরে সরকারের অভূতপর্ব উন্নয়নের চিত্র তুলে প্রতিমন্ত্রী বলেন, এখন ২৪ ঘণ্টা বাতি জ্বলে এখানে আগে ১৬ ঘণ্টা বাতি জ্বলতো না। মুরব্বিরা বলতে পারবেন। আগে এখানে রাস্তা ছিল না। এখন কত সুন্দর রাস্তা হয়েছে। নতুন প্রজন্মের যারা আছে চাইলে আমি তাদের আগের রাস্তার ছবি দেখাতে পারি।
জিনজিরা ফুটবল মাঠের কথা তুলে ধরে নসরুল হামিদ বলেন, ইউরোপ থেকে টার্ফ নিয়ে এসে এ মাঠে বসানো হয়েছে। আমি নিজে খেলাধুলার মানুষ। পর্যায়ক্রমে কেরানীগঞ্জের সব মাঠে এমন টার্ফ বসানো হবে। মুরব্বিরা এখানে হাঁটবেন, বাচ্চারা হ্যান্ডবল-ভলিবল-ব্যাডমিন্টনসহ সব ধরেনের খেলাধুলা করবে।
জিনজিরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড লিগ পর্যায়ে এ টুর্নামেন্ট অংশ নিচ্ছে। সেরা চার দল সেমিফাইনাল ও সেরা দুদল ফাইনালে খেলবে।
অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।