দৈনিক প্রত্যয় ডেস্কঃ জীবন বয়ে চলে গঙ্গার মতো৷ শহর থেকে শহরে ৷ গঙ্গা যেন নিজের বুকের মাঝে গোপন করে রাখেন সুখ-দুঃখের রহস্য ৷ সেই গঙ্গাতেই চিরকালের মতো মিশে গেলেন উজ্জ্বল তারকা সুশান্ত সিং রাজপুত। গঙ্গার বুকে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্থি ভাসিয়ে দিলেন বাবা কেকে সিং। বৃহস্পতিবার দুপুরে একমাত্র ছেলের শেষ চিহ্ন ভাসান তিনি।
বুধবার মুম্বাই থেকে ছেলের অস্থিকলস নিয়ে মুম্বাই থেকে পাটনা ফেরেন কেকে সিং ও সুশান্তের পরিবারের অন্য সদস্যরা। আজ নির্ধারিত সময়ে ছোট্ট একটি নৌকায় সুশান্তের পরিবারের কয়েকজন আনুষ্ঠানিকতা সারতে চলে যান গঙ্গার মাঝখানে। এ সময় বাবা ছাড়াও ছিলেন সুশান্তের দুই বোন মিতু ও শ্বেতা ছিলেন সেখানে।
সুশান্তের পারিবারিক ধর্মীয় রীতিনীতি মেনেই অস্থি বিসর্জনের আনুষ্ঠানিকতা সারেন। করোনা সংকটের সময় প্রশাসনিক সব নিয়মও মেনে চলেছে পরিবার।
গত সোমবার মুম্বাইয়ে ভিলেপার্লের পবন হংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সুশান্তের। তার মুখাগ্নি করেন বাবা কেকে সিং। হাজির ছিলেন দুই দিদি, কাকা এবং বলিউড ইন্ডাস্ট্রির হাতে গোনা বন্ধুরা। সুশান্তের শেষকৃত্যে হাজির ছিলেন একতা কাপুর, রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন, বিবেক ওবেরয়, রণবীর শোরের মতো কয়েকজন বলিউড তারকা। অবশ্য তাদের অনেকেই শ্মশানের ভেতরে ঢুকতে পারেননি।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেই সময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন। চলচ্চিত্রে নামেন। পাটনা থেকে মুম্বাইয়ে এসে বলিউডে গড়ে তুলেছিলেন নিজের জায়গা। তারপর সব ছেড়ে ৩৪ বছরেই চলে গেলেন অনন্তকালের যাত্রায়।
ডিপিআর/ জাহিরুল মিলন