1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

গোদাগাড়ীতে ৬৭ বস্তা চাল চালসহ পাকড়ি ইউপি আ.লীগের সভাপতি গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ২২০ Time View

রাজশাহী প্রতিনিধি ঃ রাজশাহীর গোদাগাড়ীতে সরকারের বরাদ্দ দেওয়া দুস্থদের জন্য ১০ টাকা কেজির চালসহ পাকড়ি ইউপি আওয়ামী লীগ সভাপতি আলাল উদ্দিন স্বপনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ই এপ্রিল) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার অভিযান চালিয়ে উপজেলার গোয়ালপাড়া গ্রামে তার বাড়ি থেকে ৬৭ বস্তা চাল উদ্ধার করে তাকে গ্রেফতার করে। তিনি খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) ডিলার।
অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকতার সঙ্গে গোদাগাড়ী মডেল থানার ওসি খায়রুল ইসলাম ও কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শিশির কুমার কর্মকার ছিলেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সম্প্রতি দুস্থদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলে ওএমএসের ডিলার আলাল উদ্দিন স্বপন ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান। রেজিস্ট্রারে তিনি দেখিয়েছেন মাথাপিঁছু পাঁচ কেজি করে ৪৯২ জনকে ১০ টাকা দরে চাল দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, স্বপনের রিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তিনি প্রায় ২০০ ব্যক্তির কাছ থেকে ওএমএসের কার্ড কেড়ে নিয়েছেন এবং চাল বিতরণ রেজিস্ট্রারে জাল স্বাক্ষর করা হয়েছে। এছাড়া রেজিস্ট্রারে অনেকের স্বাক্ষরই নেই।
এসব অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ঘরে ৬৭ বস্তা চাল পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল পাওয়া গেছে । সরকারি বস্তা থেকে বের করে চালগুলো সাধারণ বস্তায় ভরে রাখা হয়েছিল। বাড়িতে এতো চাল পাওয়ার পর আওয়ামী লীগ নেতা স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। আলাল উদ্দিন স্বপনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হবে। উপজেলা খাদ্য কর্মকর্তা মামলার বাদী হবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..