নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জের কোটালিপাড়ার রামশীল গ্রামের চাঞ্চল্যকর কৃষক নিখিল তালুকদার হত্যা মামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হাসান ও পুলিশ সোর্স রেজাউলের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় কোটালিপাড়ার রামশীল গ্রামের দুই শতাধিক গ্রামবাসী কোটালিপাড়া উপজেলার রামশীল বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। এরপর মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামশীল বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজার এলাকা প্রদর্শন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। মানববন্ধন ও সমাবেশে আসামিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।
গ্রামবাসীরা বলেন, কৃষক নিখিল হত্যার বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল তৎপর হয়ে উঠেছে। মামলার আসামি পুলিশের এএসআই শামীম হাসান ও সোর্স রেজাউলের বিরুদ্ধে করা মামলার সঠিক তদন্ত শেষে অবিলম্বে বিচার ও অপরাধীদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে স্থানীয় রামশীল বাজারের ব্রিজের পূর্ব পাশে নিখিলসহ ৪ জন তাস খেলছিলেন। ওই সময় এএসআই শামীম, একজন ভ্যান চালক ও পুলিশের সোর্স রেজাউলকে নিয়ে সেখানে যায় এবং আড়ালে দাঁড়িয়ে মোবাইলে তাস খেলার দৃশ্য ধারণ করেন।
তাস খেলতে থাকা ওই ৪ ব্যক্তি যখন দেখতে পান তাদের খেলা মোবাইলে ধারণ করা হচ্ছে তখন তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। সেসময় অন্য ৩ জন পালিয়ে গেলেও নিখিলকে ধরে মারপিট করতে থাকেন এবং হাঁটু দিয়ে মেরুদণ্ডে আঘাত করেন শামীম হাসান। এতে গুরুতর আহত হন নিখিল।
আহতাবস্থায় স্বজনরা তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বুধবার (৩ জুন) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। আর সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত (৭ জুন) রাতে নিখিলের ভাই মন্টু তালুকদার মামলা করলে ওই দিন রাতেই আসামিদের গ্রেপ্তার করা হয়। পরের দিন (৮ জুন) আসামিদের জেল হাজতে পাঠায় আদালত।