গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে খসরু ফকির (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খসরু ফকির একই উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামের মৃত ছিরু ফকিরের ছেলে। তিনি ভেড়ারবাজার এলাকায় ধান-চালের ব্যবসা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খসরু ফকিরের সাথে চাচাতো ভাই হাসান ফকিরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিষয় নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথা কাটিকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে হাসান ফকিরের লোকজন ভেড়ারবাজার এলাকায় এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।