স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তলানীতে ছিল এভারটন। সেখান থেকে তাদেরকে টেনে নীচের দিক থেকে ৪ নম্বরে তুলে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। সফরকারীদের ৩-০ গোলে হারিয়ে রেলিগেশনের শঙ্কা থেকেও মুক্ত হওয়ার চেষ্টা করছে স্বাগতিক এভারটন।
গতকাল বৃহস্পতিবার রাতে এভারটনের ঘরের মাঠ গুডসন পার্কে ম্যাচের ৭৮ মিনিট গোলশুন্য ছিল দুই দল। এরপর নিউক্যাসলের ডিফেন্ডার কাইরেন ট্রিপিয়ারের ভুলে প্রথম গোলের দেখা পায় এভারটন। ৭৯তম মিনিটে দলকে এগিয়ে দেন ইংল্যান্ড ফরোয়ার্ড ডোয়াইট ম্যাকনিল।
এর ৭ মিনিট পর সফরকারীদের বিপক্ষে ব্যবধান দ্বিগুণ করেন এভারটনের মিডফিল্ডার আব্দুলায়ে ডোকোরে। এখানেও কাইরেন টিপ্রিয়ারকে পরাস্ত করে গোল করেন মালির তারকা ফুটবলার ডোকারে। অর্থাৎ নিজেদের ভুলেই প্রথম দুই হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় নিউক্যাসল।
অতিরিক্ত সময়ে (৯০+৬) দলের হয়ে সবশেষ গোলটি করেন পতুগালের ফরোয়ার্ড বেটো। প্রিমিয়ার লিগে এটি তার প্রথম গোল। অবশেষে ৩-০ গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
চলতি মৌসুমে ইনজুরির কবলে পড়ে ছন্দ হারিয়ে ফেলেছে নিউক্যাসল। এরইমধ্যে ৫ ম্যাচে হেরেছে তারা। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
অপরদিকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম অবস্থানে রয়েছে এভারটন। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল।