1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

গ্রেপ্তার নব্য জেএমবি’র সদস্য

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ১৭৯ Time View

প্রত্যয় নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠির সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগে শিব্বির আহমাদ (২২) নামের এক নব্য জেএমবি’র (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ।

সিটিটিসি সূত্রে জানা যায, গ্রেপ্তারকৃত শিব্বির আহমাদ নব্য জেএমবি’র প্রতিষ্ঠার শুরু থেকে সংগঠনের সাথে যুক্ত থেকে সংগঠনের মিডিয়া উইংয়ে কাজ করত। নব্য জেএমবি’র এক সময়ের আমির মুসা’র সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মুসা মারা যাওয়ার পর সে সংগঠনে কিছুদিন নিষ্ক্রিয় থাকে। ২০১৮ সালে সে পুনরায় অনলাইনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের সাথে যুক্ত হয়। অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে আইএস অনুপ্রাণিত বিদেশি বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগের চেষ্টা করতো।

শুক্রবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় সবুজবাগের পূর্ব বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, পাঁচটি জিহাদি বই ও ব্যাংকে টাকা জমা দেয়ার একটি রশিদ বহি উদ্ধার করে।

সে বিভিন্ন কৌশল অবলম্বন করে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আফগানিস্তানসহ আরো কয়েকটি দেশের আইএস অনুপ্রাণিত সদস্যদের সাথে সম্পর্ক স্থাপন করে। দেশে সংগঠনকে শক্তিশালী করা এবং নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য বিদেশের বিভিন্ন নাগরিকের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করে। এছাড়াও সিরিয়া ফেরত বিভিন্ন দেশের কিছু বিদেশি নাগরিকদের সাথেও অর্থ লেনদেন করেছে।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত শিব্বির আহমাদ ঢাকার বাসাবো সাইদিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১৭ সালে দাখিল পাশ করার পর বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন ও সহকারি ইমাম এর কাজের অন্তরালে উগ্রবাদি ধারণার প্রচার ও জঙ্গি কার্যক্রম পরিচালনা করত। এ ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

ডিপিআর/ জাহিরুল মিলন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..