নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামকে ঘুষের প্রস্তাব দেওয়া বহুল আলোচিত সেই যুগ্ম কমিশনার মো. ইমাম হোসেনকে বদলি করা হয়েছে। তাকে যুগ্ম কমিশনার (লজিস্টিকস) থেকে যুগ্ম কমিশনার পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। একই আদেশে যুগ্ম কমিশনার (পিওএম) অতিরিক্ত দায়িত্বে যুগ্ম কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) মোহা. আবদুল মালেককে যুগ্ম কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি) হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট) মঈনুল হককে যুগ্ম কমিশনার (লজিস্টিকস) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, যুগ্ম কমিশনার মো. মনির হোসেন অনৈতিক পার্সেন্টেজ গ্রহণের জন্য ডিএমপি কমিশনারকে প্রস্তাব দিয়েছিলেন। এই ঘুষ প্রস্তাবের খবর জানাজানি হলে তা ভাইরাল হয়। পরে গত ৩০ মে যুগ্ম কমিশনার মো. ইমাম হোসেনকে একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা আখ্যায়িত করে ডিএমপি কমিশনার তাকে বদলির জন্য আইজিপিকে অনুরোধ করেন।