আরাফাত রায়হান, চবি প্রতিনিধি: চট্টলার মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা চট্টলবীর খ্যাত চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনবারের সফল মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চট্টল বীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের উদ্যোগে দুপুরে কুরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হক রুবেল বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা। তিনি চট্টগ্রামের সকল মানুষের নেতা ছিলেন। তার আদর্শ ও জীবনী আমাদের পাথেয়। তিনি সকলের কাছে মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং সবাইকে তার জীবন থেকে শিক্ষা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের উপকারে এগিয়ে আসতে আহ্বান জানান।