ওয়েব ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথমবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ষষ্ঠ ও সপ্তম দিনে ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৬৮ হাজার ১১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
সোমবার (১ নভেম্বর) ও মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ও বিকেল দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে সম্পন্ন হবে এ ইউনিটের ভর্তি পরীক্ষা।
সোমবার দুই শিফটে অংশ নেবেন ১৭ হাজার ২৮ জন ভর্তিচ্ছু।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে গঠিত এই ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ২১২টি।
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী।