1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan Shanto : Rakibul Hasan Shanto
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

চলে গেলো ১লা এপ্রিল। স্পেনে সেই ১লা এপ্রিল !!!

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ২২১ Time View

 

লেখক: রবিউল ইসলাম মৃদুল:

চলে গেলো ১লা এপ্রিল।।

স্পেনের বর্তমান যে অবস্থা তাতেকরে এপ্রিলফুল নামক তাদের এই দিবসটি পালন করার অবস্তায় তারা আর নেই।

এই লপ্রিলফুলের ইতিহাস আজ অনেকে ভুলে গেছেন হয়তো…. একজন মুসলিম হিসেবে আমি ভুলি নাই…..

তাই একবার মনে করিয়ে দিতে চাই…..

১৪৯২ সালের ১লা এপ্রিল ছিল তৎকালীন স্পেনের মুসলমানদের জন্য এক ভয়াল ও মর্মান্তিক দিন। এ দিনে স্পেনের গ্রানাডা শহরে ৭ লাখ মুসলমানকে জীবন্ত
পুড়িয়ে হত্যা করা হয়েছিল।

খ্রিস্টান রাজা ফার্ডিনেন্ড ও রানী ইসাবেলার আদেশে খ্রিস্টান বাহিনী এ হত্যাকান্ড চালায়।
এই অপকর্মের সহযোগী ছিল পার্শ্ববর্তী রাজ্যের খ্রিস্টান শাসকরা।

শুধু হত্যাই নয় স্পেনে মুসলমানদের লালিত সুদীর্ঘ
৮শ’ বছরের পুরাতন
ইসলামী ঐতিহ্যকেও তারা গুঁড়িয়ে দিয়েছিল। মুসলিম
বিদ্বেষী ফার্ডিনেন্ড স্পেনের যুবরাজকে হাত করে নিয়ে প্রথমে গ্রানাডার আশপাশের
গ্রামগুলো ভস্মীভূত করে। এরপর বিপুল সেনাবাহিনী নিয়ে ধেয়ে আসে গ্রানাডার দিকে।
চতুরদিক থেকে তারা গ্রানাডাবাসীকে ঘিরে ফেলে।

সম্মুখযুদ্ধে মুসলমানদের পরাজিত করা সম্ভব নয়। তাই
খ্রিস্টান বাহিনী শহরের প্রধান খাদ্য সরবরাহ কেন্দ্রে ভেগা উপত্যকা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এতে অতি দ্রুত দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে পুরো শহরে দুর্ভিক্ষ যখন প্রকট আকার ধারণ করলো তখন চতুর রাজা ফার্ডিনেন্ড
ঘোষণা করলেন, মুসলমানরা যদি শহরের প্রধান ফটক
খুলে দেয় এবং নিরস্ত্র অবস্থায় মসজিদে গিয়ে আশ্রয়
নেয় তাহলে বিনা রক্তপাতে তাদের মুক্তি দেয়া হবে।

মুসলমানরা রাজা ফার্ডিনেন্ডের কথা বিশ্বাস করে,শহরের প্রবেশদ্বার খুলে দিয়ে সবাইকে নিয়ে আশ্রয় গ্রহণ করে মসজিদসমূহে।

খ্রিস্টান বাহিনী তখন শহরে ঢুকে মসজিদগুলোতে বাইরে থেকে
দরজায় তালাবদ্ধ করে জালানি তেলদিয়ে মসজিদগুলোতে আগুন ধরিয়ে দেয়, তারপর তারা বর্বর উল্লাসে মেতে উঠে।
এ রকম নিষ্ঠুর নির্দয় অবস্থায় আর্তনাদ করতে করতে লাখ
লাখ মুসলমান নারী, পুরুষ ও শিশু জীবন্ত দগ্ধ
হয়ে শাহাদাতবরণ করে।
মসজিদের ভেতরে প্রজ্জ্ব¡লিত অগ্নিশিখায় দগ্ধ অবস্থায়, অসহায় মুসলমানরা যখন আর্তচিৎকার করছিল
তখন রাজা ফার্ডিনেন্ড ও
রানী ইসাবেলা অট্রহাসি হেসে বলে উঠেছিলেন, হায় এপ্রিল ফুল (এপ্রিলের বোকা) শত্রু“র কথা কেউ বিশ্বাস করে?

সে থেকে খ্রিস্টান সম্প্রদায় পালন করে আসছে এপ্রিল ফুল দিবস।

আজ এত বৎসর পর হয়তো বিচার হচ্ছে….

বাংলাদেশে অনেকেই এ ইতিহাস না জেনে নিজেরা পালন করে এপ্রিল ফুল….. তাদের এ ইতিহাস জানা প্রয়োজন।।

ধন্যবাদ নাসিম খোরশেদ ভাইকে বিষয়টি সামনে আনার জন্য।।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..