বনানী প্রতিনিধিঃ সরকারি কলেজের মাস্টাররোল কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজের কর্মচারীরা।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি হয়। এ সময় তারা চাকরি জাতীয়করণ সহ ৫ দফা দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে সরকারের কাছে দাবি জানাই। করোনা মহামারীতে আমরা অনেক কষ্টে জীবন যাপন করছি। ৬-৭ হাজার টাকায় জীবন চলে না। বর্তমান বাজারের যে অবস্থা এই পরিস্থিতিতে বাজারে গেলে ৫’শ টাকার নিচে বাজার করা যায় না। আমরা আমাদের সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এছাড়াও তারা তাদের আরো অসহায়ত্বের কথা তুলে ধরেন।
মানববন্ধনে কর্মচারীদের ৫ দফা দাবিগুলো হলো, সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগের দিন হতে চাকরি জাতীয়করণ করতে হবে, জাতীয়করণের পূর্বে পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান, চলমান কর্মচারীর চাকরি সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে, নতুন পদ সৃষ্টি করে কর্মচারীদের স্ব স্ব পদে নিয়োগ, কর্মরতদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোন উর্ধ্বসীমা করা যাবে না।
উক্ত দাবিগুলো না মানলে কর্মচারীরা আরো কঠিন কর্মসূচির ডাক দিবেন বলে জানায় তারা।
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..