রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে করোনা ভাইরাস সন্দেহে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) গভীর রাতে ওই ছাত্রীর পরিবার করোনা ভাইরাসের ৪টি লক্ষণ নিয়ে ওই ছাত্রীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম রবিন জানান, রবিবার রাতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। এসময় ওই ছাত্রীর শরীরে প্রচন্ড জ্বর ছাড়াও তার গলা ব্যাথা, শ্বাস কষ্ট ও কাশি ছিল। প্রাথমিকভাবে তার শরীরের লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসা প্রদান করা হয়েছে। তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরে সঠিকভাবে জানা যাবে তার শরীরের অবস্থা কি।
এদিকে, ঢাকায় থেকে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে আসা উপজেলার কালুহাটি গ্রামের লকডাউনে থাকা ৫টি পরিবারের ২৭ সদস্যের মধ্যে ৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহ করে তা রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়েছে। তাদেরও রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তাদের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব আছে কিনা।