বিশেষ প্রতিবেদন,কলকাতা:উত্তর দিনাজপুরের চোপড়ায় কিশোরী এবং অভিযুক্ত যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হল পুলিশের পদক্ষেপে। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল কিশোরীরই বাবা এবং দুই দাদাকে। ঘটনায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে জেলা বিজেপি। এদিনও তারা বিক্ষোভ দেখিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় বিজেপির অভিযোগ, মৃত কিশোরীর পরিবারের তরফে যুবকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। সে ক্ষেত্রে কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। অথচ যুবকের পরিবারের অভিযোগের পরই কিশোরীর বাবা ও দাদাদের গ্রেফতার করেছে পুলিশ। এর থেকে পরিষ্কার পুলিশ কী চাইছে! যদিও বিজেপির অভিযোগ মানতে চায়নি পুলিশ। জানিয়েছে, মৃত কিশোরীর পরিবারের তরফে ওই যুবকের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে। কিন্তু যুবকের পরিবার অভিযোগ জানিয়েছে মৃত কিশোরীর পরিবারের বিরুদ্ধে। তাই মৃত কিশোরীর পরিবারের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, চোপড়ায় রবিবার সকালে উদ্ধার হয় সদ্য মাধ্যমিক উত্তীর্ণ হওয়া কিশোরীর দেহ। তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে জাতীয় সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনায় সরকারি বাস জ্বালানো হয়, পুলিশের গাড়িও ভাঙচুর হয় বলে অভিযোগ। এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সোমবার অভিযুক্ত যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তার পরই যুবকের পরিবারের তরফে মৃত কিশোরীর পরিবারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
এদিন কিশোরীর বাবা এবং দাদাদের গ্রেফতার হওয়ার পর দুটি মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধে উঠল। জানা গিয়েছে, পুলিশ কিশোরীর বাবা এবং দুই দাদার বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। এদিনই তাঁদের আদালতে তোলা হয়। এখনও ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। এর বেশি কিছু বলতে রাজি হয়নি তারা।