প্রত্যয় নিউজ ডেস্কঃ লিওনেল মেসিকে দলে চান পিএসজি কোচ থমাস টাচেল। ফাইনাল হারের পর, দলবদলের গুঞ্জন নিয়ে কথা বলতে গিয়ে মন্তব্যটা করেছেন এ জার্মান। ট্রান্সফার বাজারে অনেক খেলোয়াড় চলে যাওয়ায়, আগামী মৌসুমে শক্তিশালী দল গঠনের কোন বিকল্প নেই পারসিয়ানদের সামনে। আর সেখানে যদি পাওয়া যায় লিও’কে, তাহলে তো সোনায় সোহাগা।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বার্সার বিদায়, খুলে দিয়েছে প্যান্ডোরার বক্স। বছর বছর মেসিকে নিয়ে চলা দলবদলের বাজার গরম করা সংবাদগুলো, ফিরে পেয়েছে নতুন প্রাণ। কাতালান বোর্ডের দাবি, তারা আমূলে বদলে দিতে চান বার্সাকে। এরমধ্যেই মেসিও বলছেন, ক্লাবটিতে থাকতে চান না তিনিও।
এই দড়ি টানাটানির সুযোগ নেবে প্রতিবেশীরা। এটাই তো স্বাভাবিক। মানব ধর্ম তো তাই বলে। এখানেও বিকল্প কিছু হয়নি। একের পর এক দলের সঙ্গে মেসিকে মিলিয়ে চলছে গুজব। ডালপালা ছড়িয়ে এখন যা পরিণত হয়েছে মহিরুহে।
আর্জেন্টাইন সুপারস্টারকে দলে চান না কে? প্রশ্নটা পিএসজি কোচ থমাস টাচেলের। ফ্রান্সে নেইমার-মেসি-এমবাপ্পে জুটি যারা দেখতে চান তাদের জন্য সুসংবাদ দিতে না পারলেও, স্বাগত জানাতে ভুলেননি জার্মান কোচ।
অথচ, নতুন কোচ রোনাল্ড কো’ম্যান স্পষ্ট জানালেন, লিও’ই হবেন বার্সেলোনার শক্তির প্রতীক। তাকে ঘিরেই নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হবে কাতালান বাহিনী। যদিও, কোচের কথায় সায় মেলেনি ক্ষুদে জাদুকরের। গণমাধ্যম বলছে, ঘর থেকে মন উঠে গেছে সন্তানের।
ম্যাচ হেরে পিএসজি বস বলেন, মেসিকে কে চাইবে না? ও যদি আসতে চায়, আমি স্বাগত জানাবো। ওর মতো খেলোয়াড় যে কোন দলের জন্য সম্পদ। আমার দলটা এমনিতেই ভেঙে যাচ্ছে। অনেকেই নতুন ক্লাবে চলে যাবে। আগামী মৌসুমের আগে আমাকে বড় এবং শক্তিশালী স্কোয়াড বানাতে হবে। মেসিকে পেলে তো দুর্দান্ত হবে।
মেসির দিকে হাত বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি। টাকার বস্তা নিয়ে বসে আছেন গার্দিওলা। কন্তেও ইন্টারের জার্সিতে দেখতে চান লিও’কে। সামর্থ্য না থাকলেও, মেসিকে পাওয়ার স্বপ্ন আছে আরো অনেকেরই। তবে, বার্সেলোনা নিজেদের সেরা প্রতিভাকে বিক্রি করবে কি না তা নিয়ে সন্দেহ আছে টাচেলের।
তিনি বলেন, মেসিকে নিয়ে গুঞ্জনটা শুনতে ভালোই লাগছে। তবে আমার মনে হয়না বার্সেলোনা ওকে বিক্রি করবে। আর মেসিও বার্সা ছাড়বে বলে মনে হচ্ছে না। ও মিস্টার বার্সেলোনা, কাতালানদের সঙ্গে ওর প্রাণের সম্পর্ক।
এদিকে মেসি থাকবেন কি থাকবেন না, এ তর্কে ঢাকা পড়ে যাচ্ছে কৌতিনহোর বার্সেলোনায় ফিরে আসার ইচ্ছাটা। স্প্যানিশ সূত্র বলছে, কোম্যানেরও নাকি মনে ধরেছে ব্রাজিলিয়ানকে।
ডিপিআর/ জাহিরুল মিলন