নিজস্ব প্রতিবেদকঃ ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বনানী থানার অন্তর্গত ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের ১নং ইউনিটের সভাপতি আহমেদ শাকিল (রয়েল)।
সম্প্রতি ফেসবুকে দেয়া এক আবেগঘন স্ট্যাটাসে আহমেদ শাকিল যা লিখেছেন তা হুবুহু তুলে ধরা হলো,
“ছাত্রলীগের রাজনীতিতে পথচলা শুরু আমার ২০১৫ সাল থেইকা……..
আমি আমার পড়া লেখা আর ক্যারিয়ারের চিন্তা বাদ দিয়া
দিন নাই রাইত নাই এমন কোনো প্রোগ্রাম নাই যেইটা তে এটেন্ড করি নাই…..
কোনোদিন ও কারো কাছ কিছু চাওয়া বা পাওয়ার কোনো আশা করি নাই…
আজকে আমার পড়ালেখার ইতি ঘটতাছে শুধু একটা সুপারিশের অভাবে….. যার লাইগা কতোজনরে বললাম আর সবাই এইটা বইলা শান্তনা দিলো যে দেখতাছি ব্যাপার টা……..
আর আমি এখনো বুঝতাছি না যে আমি কাদের পিছনে এই ৮বছর দৌড়াইলাম?
কাদের লাইগা আমার স্কুল কলেজ বাদ দিয়া আমি মিটিং মিছিলে দৌড়াইলাম।
ছাত্রলীগ করি বইলা মামলাও খাইলাম
কাগো লাইগা করলাম এতো কিছু….?
দল ক্ষমতায় থাকতেই যদি এই হেল্প টা কারো কাছ থেইকা না পাই….
দল পল্টি খাইলে তো তখন আর কেউ চিনবোই না…
তখন তো ঠিকই আমার মামলা খাইয়া এলাকা ছাইড়া পলায়া থাকতে হইবো তখন কার কাছে যামু সেইটাই ভাবতাছি…..?”