জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১৭ মার্চ) সকাল ১১:৩০ টায় কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের অত্র ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম দৈনিক প্রত্যয়কে বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। তাই বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। জাতির পিতার শুভ জন্মদিনে সমগ্র জাতির সাথে মহসিন কলেজ ছাত্রলীগ পরিবার আজ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞচিত্তে জাতির পিতাকে স্মরণ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব। এটাই বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের অঙ্গীকার।’
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পরে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সর্বশেষে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।