প্রত্যয় নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জমকালো আয়োজনে দীপাবলি উদযাপন করা হয়েছে। সহস্র প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ উৎসবের আয়োজন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ এ উৎসবের আয়োজন করে। এ সময় নানা রঙের আলোতে পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সন্ধ্যায় প্রদীপ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুদীপ্ত কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক হৃদয় পাল, জয়ন্ত দেসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সিঁড়িসহ বিভিন্ন স্থানে প্রায় এক হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপ প্রজ্বলন শেষে শান্তি, মুক্তি ও আনন্দের বাহকরূপী ফানুস উড়ানো হয়। একই সঙ্গে ফুটে ওঠে আতশবাজির ঝলকানি।
এ সময় শিক্ষার্থীদের আনন্দ ধ্বনি ও কোলাহলে মেতে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এছাড়া টিএসসসিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে মিষ্টি বিতরণ, আরতি ও ধর্মীয় সংগীতসহ নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।
পরিষদের সহ-সভাপতি সুদীপ্ত কুমার মন্ডল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এ অনুষ্ঠান সেটাই প্রমাণ করে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা সবাই এক হওয়ার প্রত্যয় উদয় হোক সবার মাঝে। দীপাবলির এই আলোয় আমাদের দেশ, সমাজের সকল অমানিশা দূর হোক- এটাই আমাদের প্রত্যাশা।