নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে সংঘর্ষে ছোটভাই রুহুল আমিন (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় শনিবার মামলা দায়ের হলে বড়ভাই মোতালেব হোসেন (৬০), তার স্ত্রী আলেমা বেগম (৫৫) ও ছেলে আশেক এলাহীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামে বিমাতা দুই ভাইয়ের মধ্যে শুক্রবার সকাল ১১টার দিকে জমি নিয়ে সংঘর্ষ বাধে। এসময় ছোটভাই রুহুল আমিন গুরুত্বর আহত হলে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মারা যান। শনিবার সকালে নিহতের ছেলে কাওছার আলী বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নিহতের বিমাতা বড় ভাই মোতালেব হোসেন (৬০), তার স্ত্রী আলেমা বেগম (৫৫) ও ছেলে আশেক এলাহীকে (৩৫) গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিমাতা ওই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকাল ১১টার দিকে ছোটভাই রুহুল আমিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে বিমাতা বড় ভাই মোতালেব ও তার লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় রুহুল আমীন গুরুত্বর আহত হন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।