বগুড়ার সংবাদদাতাঃ দেশব্যাপী চলমান জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপনের অংশ হিসেবে মৎস্য আইন বাস্তবায়ন এর অংশ হিসেবে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ মহিদুল ইসলাম। তাকে অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা প্রশাসন, আক্কেলপুর, জয়পুরহাট ও আক্কেলপুর থানা। অভিযানটি পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন জনাব মেহেদী হাসান, উপ-পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, আক্কেলপুর থানা এবং জনাব আব্দুল আজিজ, কনস্টেবল, বাংলাদেশ পুলিশ, আক্কেলপুর থানা।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ মহিদুল ইসলাম দৈনিক প্রত্যয় কে জানান, অভিযানকালে নিষিদ্ধ প্রায় ২৭০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় যার বাজার মূল্য আনুমানিক ১,৩০,০০০/-। পরবর্তীতে কারেন্ট জাল গুলি হাটে জনসম্মুক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।