নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী ব্রিজের কাছ থেকে রুবেল হোসেন ডালিম (৩৭) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রুবেল হোসেন ডালিম সদর উপজেলার দক্ষিণ খাসপাহুনন্দা গ্রামের নবিবুর রহমানের ছেলে।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, মাদকের ভাগবাটোয়ারা নিয়ে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ভুটিয়াপাড়া কদমতলী ব্রিজের কাছে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও সেখানে রুবেল হোসেন ডালিমের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চারটি গুলি, ২০০ বোতল ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
ওসি আরও জানান, নিহত রুবেল হোসেন ডালিমের বিরুদ্ধে জয়পুরহাট থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদকসহ আটটি মামলা রয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জেরে ডালিম প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে সাদা পোশাকধারীরা বাজারের দোকান থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।