সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তকে সরকার প্ররোচিত ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে নিন্দা ও ক্ষোভ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান, সাধারণ সম্পাদক ড. আওরঙ্গজীব মো. আব্দুর রহমান এবং অন্যান্য সদস্য স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে শিক্ষকরা বলেন, মুক্তিযুদ্ধকে সফলভাবে পরিচালনার জন্য জেড ফোর্স গঠন ছাড়াও জিয়াউর রহমান একাধিক সেক্টরের নেতৃত্ব দেন। মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে রাষ্ট্রীয় ‘বীর উত্তম’ খেতাব দেয়া হয়।
তাই অবিলম্বে খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে দেশের আপামর জনসাধারণ আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।