স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড-আউট করার পর থেকে যেন সময় নিয়ে আরও বেশি সিরিয়াস হয়ে গেছে সবাই। এখন হরহামেশাই টাইম-আউটের আবেদন দেখা যাচ্ছে।
এবার সময় নিয়ে নতুন এক নিয়ম ঘোষণা করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এটি এমন একটি নিয়ম, যা ৬০ সেকেন্ডের মধ্যে ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। তবে এই নিয়মের প্রভাব পড়তে চলেছে বোলারদের ওপর।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, বোলিং দল যদি এক ওভার শেষ হওয়ার পরের ওভারটি শুরু করতে দেরি করে, তবে এখন থেকে তাদের উপর জরিমানা আরোপ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে বোলার তার ওভার শুরু না করলে ব্যাটিং দলকে বড় সুবিধা দেওয়া হবে।
পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে ব্যাটিং দলকে। তবে বোলিং দল এক ইনিংসে তিনবার এমনটা করলে তবেই এমন শাস্তি দেওয়া হবে এবং ব্যাটিং দল পেনাল্টি হিসাবে ৫ রান পাবে।
নতুন এই নিয়ম ট্রায়ালে রাখছে আইসিসি
নতুন নিয়ম চালু করলেও আপাতত পরীক্ষামূলক বা ট্রায়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত নিয়মটি পরীক্ষামূলক ভিত্তিতে ব্যবহার করা হবে। এই নিয়মটি টাইম আউটের অনুরূপ হবে। যেখানে স্টপ ক্লক ব্যবহার করা হবে।
একটি ওভার শেষ হওয়ার পরে, পরের ওভারটি শুরু করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা দিয়েছে আইসিসি। যদি দল ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার শুরু না করে, তাহলে আম্পায়ার সেটিকে লক্ষ্য করবে এবং দুইবার বোলিং দলকে ওয়ার্নিং দেবে। ইনিংসে যদি তিনবার এমনটি ঘটে, তবে ব্যাটিং দলকে পেনাল্টি হিসাবে ৫ রান দেওয়া হবে।
এই ট্রায়াল নিয়মটি কার্যকর হবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি দিয়েই। আইসিসি এক বিবৃতিতে আজ এ কথা জানিয়েছে।