স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর চলতি বছরের জুনে। এরই মধ্যে বিশ্বকাপের ডামাডোল বাজতে শুরু করেছে। এবার জানা গেলো, অ্যাডিলেড ওভালের কিউরেটর ড্যামিয়ান হাফ দ্বারা তৈরি অস্থায়ী ড্রপ-ইন পিচ ব্যবহার হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এছাড়া ৯ জুন নিউইয়র্কে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ লড়াইয়ের জন্য ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার একটি অস্থায়ী গ্যালারি তৈরি করবে আইসিসি। আইসিসির ইভেন্ট ডিরেক্টর ক্রিস টেটলি জানিয়েছেন যে, হাই-প্রোফাইল ম্যাচটি নাসাউ কাউন্টি মাঠে অনুষ্ঠিত হবে, যা ম্যানহাটনের পূর্ব থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। মনে করা হচ্ছে ইংল্যান্ডের যে কোনো মাঠের চেয়ে এখানে বেশি দর্শকের সমাগম হবে। এমনকি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের থেকেও বেশি দর্শক আসবে বলে মনে করা হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইসিসির ইভেন্ট ডিরেক্টর ক্রিস টেটলি বলেন, ‘আমরা ড্রপ-ইন পিচগুলো ব্যবহার করবো এবং এটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আমরা অ্যাডিলেড ওভালের কিউরেটর ড্যামিয়ান হাফের দক্ষতা ব্যবহার করছি, যিনি ড্রপ-ইন পিচের অন্যতম প্রধান উদ্যোক্তা। তিনি ট্রেগুলো তৈরি করেছিলেন এবং বড় হওয়া ট্রেগুলোর ইনস্টলেশনের তদারকি করেছিলেন। এই মুহূর্তে ফ্লোরিডায় তার তত্ত্বাবধানে কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘নিউইয়র্কে ম্যাচের পিচের জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রে থাকবে এবং প্রশিক্ষণের সুবিধা থাকবে। খেলার পৃষ্ঠটি একেবারে নতুন হবে এবং আমরা পৃষ্ঠগুলো সমতল করছি, ড্রেনেজ সুবিধাও থাকবে।’
জানা গেছে, এফ১ লাস ভেগাস জিপি থেকে অবকাঠামো ভাড়া করা হবে। আইসিসির ইভেন্ট ডিরেক্টর ক্রিস টেটলি আরও বলেন, ‘সমস্ত অবকাঠামো অস্থায়ী হবে যেমনটি সারাবিশ্বে খেলাধুলায় ঘটে। আমরা যে সংস্থাগুলোর সঙ্গে কাজ করি তারা সপ্তাহে প্রতিদিন এবং টাইমলাইনে এটি করে। কিছু অবকাঠামোগত সরঞ্জাম লাস ভেগাস এফ১ থেকে আসবে এবং ভেগাস থেকে নিউইয়র্কে আনা হবে এবং ইনস্টল করা হয় এবং তারপর ডি-কনস্ট্রাকশন করা হয় এবং যেখানে এটি থাকা দরকার সেখানে রেখে দেয়।’
ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়ে যাবে। মে মাস পর্যন্ত কাজ চলবে বলে মনে করা হচ্ছে। টেটলি বলেছেন যে, ভেন্যুতে প্রথম ম্যাচ খেলার আগে অনুশীলন গেম খেলা হবে। কারণ তারা সিস্টেম টেস্টিং করবে। ইভেন্ট শেষ হওয়ার পরে সমস্ত কাঠামো ভেঙে ফেলা হবে। কাঠামো ব্যবহার করার জন্য এমএলসি দলের সঙ্গেও আলোচনা চলছে।