বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রেমের ফাঁদে ফেলে ১৭ বছর বয়সী এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নর ভগৎগাজী মুরগির ফার্ম এর পাশে একটি আমবাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোমবার দুপুরে একটি মামলা দায়ের করেছেন।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার রাণীশংকৈল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল(১৯), একই এলাকার খলিলুর রহমানের ছেলে সোহেল রানা(২০), নুনতোর বাবুপাড়া গ্রামের শামসুদ্দীনের ছেলে রমজান আলী(১৯), ঝাড়বাড়ি মোহাম্মদপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে পইদুল ইসলাম(২২)।
পুলিশ জানায়, গত এক মাস আগে মোবাইল এর মাধ্যমে বাবুল নামে একজনের ওই তরুনীর পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত শনিবার বিকাল তিনটার সময় খালার বাড়ি মেহমান যাওয়ার কথা বলে বাড়ী হতে কাশিয়াডাঙ্গা ব্রিজে বাবুলের সাথে দেখা করতে যায়। সেখানে বাবুল ও তার সহযোগী সোহেল সহ অপরিচিত ৪/৫ যুবক ওই তরুণী ও তার ভাতিজিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ভগতগাজী মুরগির ফার্মে ওই তরুণীর ভাতিজীকে আটক করে রাখে এবং পাশের আমবাগানে বাবু ওরফে বাবুল ও তার সহযোগী সোহেল সহ অন্যান্যরা ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়ি, ফিরে তার পরিজনদের ঘটনার কথা জানালে সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় আসে এবং পুলিশকে ঘটনার বর্ননা দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।