প্রত্যয় ডেস্ক, বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
বুধবার (২১ অক্টোবর) বিকালে জেলা ও দায়রা জজ মো: মামুনুর রশিদ উপরোক্ত রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মে জেলার পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী বাজার এলাকায় মোটর সাইকেল আরোহী রফিকুল ইসলামের সাথে অপর মোটর সাইকেলের আরোহী দুলাল মিয়ার সংঘর্ষ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্ঘটনায় কবলিত রফিকুল ইসলামের মোটর সাইকেল থেকে বস্তায় রক্ষিত ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রফিকুল ইসলামকে আসামী করে পীরগঞ্জ থানায় মামলা হয়।
মামলার এজাহার, পুলিশের চার্জশিট এবং সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত উপরোক্ত রায় প্রদান করেন।