ঠাকুরগাঁও প্রতিনিধি: চট্রগাম থেকে বিক্রির জন্য পায়ুপথে ৩ হাজার পিস ইয়াবা পরিবহন করেও শেস রক্ষা হলোনা।বেরসিক পুলিশ ওই মাদক ব্যবসায়ীর পায়ুপথ থেকে উদ্ধার করেছে ইয়াবা টেবলেট। এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ ওই ২ যুবককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
আটককৃতরা হলেন-জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা বেলসাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৮) ও একই গ্রামের আনসারুল হকের ছেলে তরিকুল ইসলাম (২০)।
পুলিশ জানায় , চট্টগ্রাম থেকে ২ যুবক পায়ুপথে ইয়াবা টেবলেট নিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী আসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে পুলিশের তল্লাশী চৌকি বসানো হয়। চট্টগ্রাম থেকে একটি নৈশকোচে করে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে এসে মিজানুর রহমান ও তরিকুল ইসলাম নামে ২ যুবক নামার পর এদিকে ওদিক তাকাতাকি করতে থাকে।তাদের গতিবিধি সন্দেজনক মনে হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদের তারা পায়ু পথে ছোট ছোট পুটলি বানিয়ে বিশেষ কায়দায় ইয়াবা টেবলেট পরিবহনের কথা স্বীকার করলে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসকের সহায়সতায় ৭টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। যাতে ৩ হাজার ২৮০ পিট ইয়াবা টেবলেট ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে তাদেরকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং আদালতে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।