বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকার ৫৭১ পিস ইয়াবা ও নগদ ১৪,৮৮৬ টাকা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে আটক করে। সোমবার মাদক ব্যবসায়ী মোঃ বাবুল (৫৫) কে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খানের নেতৃত্বে পুলিশ ফোর্স সহ মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান চালায়। শহরের বাসষ্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় টাস্কফোর্স মাদক ব্যবসায়ী মোঃ বাবুল (৫৫)কে গ্রেফতার করে তার গাড়ি, শরীর তল্লাশি চালিয়ে ৫৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৪,৮৮৬ উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।