নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের আওতায় উত্তরা রাজলক্ষ্মীর সামনে, উত্তরা র্যাব-১ অফিস, ফ্লাইং ক্লাব কাওলা, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যানবাড়ি, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং সাতরাস্তার বিজি প্রেস এলাকায় ঢাকা উওর সিটি করপোরেশন ডিএনসিসি’র আওতায় নির্মিত ১০টি ইউটার্ন যানবাহনের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে।
তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত সড়কে যানজট নিরসনের লক্ষ্যে এসব ইউটার্ন নির্মাণ করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) সকালে ইউটার্ন খুলে দেয়ার পর সাংবাদিকেদের উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, শতভাগ সুফল মিলতে কিছুটা সময় লাগবে। অসংগতি থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মেয়র বলেন, ‘এরই মধ্যে মনিটর করা হচ্ছে, আমাদের ক্যামেরা লাগানো আছে। প্রতিটি রিপোর্টগুলো আমরা পাব। ছুটির দিন শনিবার কী অবস্থা, রোববার দিন কী অবস্থা, পরবর্তী সাত দিনের কী অবস্থা- এটি পর্যালোচনা করে আমরা নিজেরা বসে কাজ করা হবে। এ বিষয়ে যারা প্রশিক্ষিত আছেন তাদের সঙ্গে বসেও একটা সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমাদের এভাবে পরীক্ষা করতেই হবে। এসব পরীক্ষার মধ্যে অনেক চ্যালেঞ্জ কিন্তু বের হয়ে আসবে। স্ট্রিক হোল্ডারও ট্রাফিক পুলিশসহ সবাইকে নিয়ে বসা হবে। এরপর আমরা পরবর্তী কার্যক্রম করব।’
এসব এলাকায় চলাচলকারী যানবাহনকে ইউটার্নগুলো ব্যবহারের অনুরোধ করেছেন মেয়র আতিকুল।
এদিকে এ নির্মাণের সঙ্গে সঙ্গে মহাখালী আমতলী ও বনানীর কাকলী মোড়ের ইউটার্ন বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়া ডিএনসিসি বন্ধ হওয়া সড়কের উভয় দিকে ডানে মোড় নেওয়ার পয়েন্টগুলো হলো- নেভি হেড কোয়ার্টারের শাখা রাস্তা, বনানী রোড নম্বর ২৭, বনানী কাকলী, বনানী রোড নম্বর ১১, মহাখালী আমতলী মোড়, তেজগাঁও কোহিনুর মোড় ও লাভ রোড মোড়।