আবহাওয়া: ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
তিনি লেখেন, ঢাকা শহরে বৃষ্টির সম্ভাব্য সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা। রাজশাহী ও রংপুর ছাড়া দেশের সব বিভাগের বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
এছাড়া তিনি দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাব্য সময়ও উল্লেখ করেন পোস্টে।
ঢাকা বিভাগ : সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে।
খুলনা বিভাগ : সকাল ৭টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৯টার মধ্যে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপর।
ময়মনসিংহ বিভাগ : সকাল ৯টার পর থেকে দুপুর ১২টার মধ্যে।
বরিশাল বিভাগ : সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ : দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।
সিলেট বিভাগ : আজ সারাদিন একাধিকার।