প্রত্যয় প্রবাস ডেস্ক: যারা কিছুদিনের মধ্যেই ঢাকা থেকে জার্মানিতে আসছেন, তারা অবশ্যই বাংলাদেশ থেকে করোনা টেস্ট করবেন এবং জার্মানিতে যেই এয়ারপোর্টে আসেন না কেন ওইদিনই CENTOGENE Test center এ টেস্ট করবেন। আমি এখানে সব লিংক দিয়ে দিচ্ছি এবং আমি আমার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখবেন এভাবে করলে আপনাদের ঢাকা থেকে জার্মানি আসতে কোথাও কোনো সমস্যা হবেনা। বাংলাদেশ থেকে যখন করোনা টেস্ট করাবেন তখন আপনারা সর্বোচ্চ 72 ঘণ্টা আগে sampling করাবেন। আমার ফ্লাইট 18.09.2020 তারিখ সকাল 6:35, আমি ডিএনসিসিতে পরীক্ষা করি দুদিন আগে 16.09.2020 সকাল 11 টায় এবং আমি আমার 17 তারিখ 11 টায় SMS, Online Test report পাই। আপনারা যদি কেউ DNCC থেকে টেস্ট করার মানে ঢাকা থেকে টেস্ট করান তাহলে অবশ্যই দুদিন আগে করাবেন এবং এগারোটার সময় টেস্ট করাবেন তাহলে লম্বা ভিড় পাবেন না এবং 40 মিনিটের মধ্যেই আপনার sampling করা হয়ে যাবে। আমারও ঠিক তাই হয়েছিল আর Frankfurt Airport এসে CENTOGENE Test center এ করাবেন।
এখানে আমার সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার মত। আপনারা Frankfurt airport দোতালায় CENTOGENE Test center পাবেন। আর যারা অন্য এয়ারপোর্টে যাচ্ছেন তারা সেখানে CENTOGENE Test center থেকে অবশ্যই টেস্ট টেস্ট করাবেন। টেস্ট করানোর পর ইমেইল এ 24-48 ঘণ্টার মধ্যে CENTOGENE পিডিএফ টেস্ট রিপোর্ট পেয়ে যাবেন আপনার city অনুযায়ী Health Aurthority মেইল এড্রেসে দুইটা ( BD & German) negative টেস্ট রিপোর্ট পাঠাবেন যাতে City Health Aurthority আপনার কোয়ারেন্টিন লাগবে না এই সাপেক্ষে একটা ইমেইল দেয়। আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি Centogene Registration form এর। মনে রাখবেন form এ শুধুমাত্র আপনারা পাসপোর্টে যে তথ্যগুলো আছে সেগুলোই দিবেন, অন্য কিছুর প্রয়োজন নেই। এড্রেস জায়গায় বাংলাদেশের এড্রেস দিবেন। আর যখন আপনি বাংলাদেশ থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট পাবেন ঠিক তারপর সেন্টোজেন ফর্ম রেজিস্ট্রেশন করবেন।
বাংলাদেশ থেকে জার্মানিতে আসছেন আর করোনা টেস্ট বাংলাদেশ থেকে করা লাগবে কি লাগবে না, এ ধরনের চিন্তাভাবনা না করে আপনি BD Covid-19 negative Test করে আসবেন। তাহলে কোথাও আপনাকে কোন সমস্যা করবে না। অবশ্যই বাংলাদেশ ইমিগ্রেশন BD Covid-19 negative certificate চেক করে। আমাকে তিন জায়গায় বাংলাদেশ ইমিগ্রেশন দেখতে চান, তারা কোন ধরনের সমস্যা করেনি আমি Turkish Airlines এ আসি সেখানে করোনা টেস্ট এর প্রয়োজন না হলেও আমার Luggage যখন টার্কিশ এয়ারলাইন্স মাপে, তখন কিন্তু তারা আমার বাংলাদেশের Covid-19 নেগেটিভ সার্টিফিকেট দেখতে চায়। কারণ তাদের কাছে তথ্য ছিল যে জার্মানি গভর্মেন্ট বাংলাদেশের করোনা নেগেটিভ ফ্লাইট এর আগে চায়।
সবার নিরাপদ যাত্রার জন্য শুভকামনা রইল। শুভকামনা রইল।
https://covid19reports.dghs.gov.bd/
https://www.centogene.com/de/covid-19/test-centers/testen-am-frankfurter-flughafen.html
https://corona.centogene.com/login
https://tools.rki.de/PLZTool/
আমাকে অনেকেই এই প্রশ্নগুলো করার কারণে আমি এখানে আমার অভিজ্ঞতা জানিয়ে দিচ্ছি আশা করি আপনাদের সবার কাজে লাগবে।
লেখক:রুমি মোহাম্মদ,জার্মান।