সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী প্রতিনিধিঃ বর্তমানে কারোনা পরিস্থিতি নিয়ে মানুষ যখন দিশেহারা। ঠিক সেই সময়ে রাজশাহীর তানোরে পূর্বশত্রুতার জের ধরে এক সাংবাদিককে প্রতিবেশী সন্ত্রাসিরা হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন। আহত ওই সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
গত ১৩ এপ্রিল সকাল ৮টার দিকে উপজেলার বাধাঁইড় ইউপির হাপাঁনিয়া নামক গ্রামে এ ঘটনা ঘটে। ওই সাংবাদিক উপজেলার বাঁধাইড় ইউপির হাঁপানিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত গোলাম কবিবের পুত্র মোহাম্মদ লিংকন। পেশায় তিনি ‘দৈনিক সংবাদ’ পত্রিকার তানোর প্রতিনিধি ও ‘মুখ মুখোশ’ নামক তার নিজস্ব অনলাইন নিউজ পোর্টালের তিনি সম্পাদক। এঘটনায় ওইদিন দুপুরে আইনগত সহায়তার জন্য আত্নীয়দের নিয়ে সাংবাদিক থানায় যান। এসময় থানা পুলিশ তাকে হাসপাতালে চিকিৎসা শেষে মামলা করার পরামর্শ দেন।
সাংবাদিক পরিবার ও স্থানীয় জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ঘটনার দিন প্রতিবেশী সন্ত্রাসি হাকিম ওরফে পাখি (২৫), মেহেদী (২২), আসগার (৩২), নাজমা (৪২), সোহাগী ওরফে গুধি (৪৮), ফাতেমা (৪৪) ও নওশাদ (৫০) বেআইনি জনতায় দলবদ্ধ ভাবে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র-সস্ত্রে সর্জ্জিত হয়ে ঘটনাস্থলে সাংবাদিক মোহাম্মদ লিংকনের ওপর অতঙ্কিত হামলা চালায়। এতে সাংবাদিকের মাথা কেটে মারাত্নক রক্তাক্ত গুরুতর জখম হয়। এছাড়া আঘাতে শরীরের বিভিন্ন স্থানে ফোল-জখম ও কালশিরা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বর্তমানে করোনা ভাইরাস আতঙ্কে হাসপাতালে চিকিৎসা সেবা অপ্রতুল। ফলে ১৪ এপ্রিল বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন লিংকন।
এনিয়ে সাংবাদিক মোহাম্মদ লিংকন বলেন, হাকিম ও তার পরিবারের লোকজন সন্ত্রাসী প্রকৃতির। তাদের অন্যায়-অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ। আমি পেশাগত দায়িত্বের জায়গা থেকে গ্রামের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা লোক সমাজে তুলে ধরি। এতে ওই সন্ত্রাসী হাকিমসহ অন্যরা ক্ষুব্ধ হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘটনার দিন হামলা চালায়। এতে আমার মাথা কেটে শরীরের বিভিন্ন স্থানে ফোল-জখম ও কালশিরা হয়।
এব্যাপারে অভিযুক্ত হাকিম ওরফে পাখি বলেন, গ্রামে তাদের বংশের নাম ও দাপট আছে। বাব-দাদার আমল থেকে গ্রামের সরকারি খাস জায়গা তারা দখল করে আসছেন। কিন্তু লিংকন ওই জায়গা নিয়ে ইদানিং লোকসমাজে খারাপ মন্তব্য করেছে। এজন্য তাকে উত্তম-মাধ্যম দেয়া হয়েছে। এনিয়ে আমাদের বিরুদ্ধে কিছু করলে হাত-পা কেটে ধরিয়ে দেয়া হবে বলে হুংকার দেন হাকিম ওরফে পাখি। এনিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেছেন, বিষয়টি নিয়ে অবগত আছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।