প্রতিনিধি তাড়াইল(কিশোরগঞ্জ প্রতিনিধি): কিশোরগঞ্জের তাড়াইলে শ্লীলতাহানীর মামলায় আসামী হানিফ মিয়া (১৪)কে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
ধৃত হানিফ মিয়া উপজেলার সেকান্দরনগর শালিহা গুচ্ছগ্রামের আজিজুল হকের ছেলে। মামলার বিবরণ থেকে জানা গেছে, বিগত ২৪আগষ্ট বেলা ২টার দিকে উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের শালিহা গুচ্ছগ্রামে নিজ বসতঘরের বারান্দায় দাড়িয়ে থাকা ভিকটিম(১৪)কে আসামী হানিফ মিয়া কথা আছে বলিয়া ভিকটিমের হাত ধরিয়া জোর করে টেনে বাদীর বসত ঘরের সামনে জনৈক হাবুল মিয়ার টিনের ঘরের পিছনে ফাঁকা জায়গায় নিয়ে যায়।আসামী নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক জড়াইয়া ধরিয়া শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিলে ভিকটিম ডাক চিৎকার করেন।ভিকটিমের ডাক চিৎকারে ভয় পাইয়া আসামী কৌশলে ঘটনাস্থল হইতে পালাইয়া যায় ।
এ ব্যাপারে ভিকটিমের মাতা বাদী হয়ে আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ১০ ধারায় গতকাল ২৯আগষ্ট তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ভিকটিমের মায়ের মামলার প্রেক্ষিতে গতকাল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।