চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি প্রতিনিধি:
আজ ১ মে (শনিবার) দক্ষিন এশিয়ার বৃহক্তর কৃত্রিম হ্রদে মাছ ধরা নিষেধজ্ঞা জারী করেছেন রাঙামাটি জেলা প্রশাসক। এই আদেশ মধ্যরাত থেকে কার্যকর হবে । কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কাল (রোববার) ২মে বিএফডিসিতে কাপ্তাই হ্রদে মৎস্য পোনা অবমুক্ত করবেন ,খাদ্যমন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌ পুলিশ মোতায়েন করা হবে
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশ বৃদ্ধির লক্ষে এ নিষেধাজ্ঞা । তিন মাস সময়ে মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২০ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হবে।
জেলা প্রশাসক আরো বলেন, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। নিষেধাজ্ঞাকালীন সময়ে মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২২ হাজার ২৫০ জন জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হবে।
আরও পড়ুন :ঝড়বৃষ্টি হতে পারে আজ