দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের সদর উপজেলার এক ট্রাক ড্রাইভারকে অপহরন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবীর একদিন পর ট্রাক ড্রাইভার মাসুদ রানাকে ফুলবাড়ী থেকে উদ্ধার ও অপহরনকারী ৪ সদস্যকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
জানতে চাইলে কোতয়ালী থানার পরিদর্শক বজলুর রশিদ জানান, দিনাজপুর সদর উপজেলার পুলহাট এলাকার ইসরাফিল আলমের ছেলে ট্রাক ড্রাইভার মাসুদ রানা (২৩) কে গত বুধবার (১০ জুন) দুপুরে পুলহাট এলাকা থেকে বেশ কয়েকজন যুবক জোরপুর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর তারা মুঠোফোনের মাধ্যমে মাসুদ রানার বাবার কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারী।
বুধবার রাতে মাসুদ রানার পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ পেয়ে উদ্ধার অভিযানে নামে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানার এস আই আব্দুস সামাদের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (১১ জুন) দিনভর অভিযান চালিয়ে সন্ধায় ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকা কাটলার নির্জন একটি বাগান থেকে মাসুদ রানাকে উদ্ধার করে। এসময় অপহরণকারী ৪ সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত অপহরণকারী ৪ সদস্য হলো- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পশ্চিম বায়েজিদপুর গ্রামের জফুরউদ্দীনের ছেলে জহুরুল মোল্লা (২৫), ফুলবাড়ী উপজেলার গনিপুর গ্রামের জরিফউদ্দীন মন্ডলের ছেলে মামুনুর রশিদ (৩৫), ফুলবাড়ী উপজেলার খাজাপুর গ্রামের জমির কাজীর ছেলে তোফায়েল হোসেন (৩২) এবং একই গ্রামের সোলেমান মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (২৫)।
এ বিষয়ে এস আই আব্দুস সামাদ জানান, দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পুলিশের সহযোগিতায় ফুলবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তের কাছ থেকে অপহৃত ট্রাক ড্রাইভার মাসুদ রানাকে উদ্ধার এবং অপহরণকারী ৪ জনকে আটক করে রাতে কোতয়ালী থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করে আসামীদের শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।