প্রত্যয় স্পোর্টস ডেস্ক: গত কয়েকদিন ধরে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে চলছে নানান তর্ক-বিতর্ক। কেউ বলছে ৩১ আগষ্ট আসবে আবার কেউ বলেছে এরপরে। কিন্তু সবশেষে দীর্ঘ সফর শেষে গতকাল গভীর রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।
ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছেছেন সাকিব। যদিও ক্রিকেটার, কোচ ও অন্যান্য ক্রিকেট ব্যক্তিত্বদের বিমান বন্দরের আনুষ্ঠানিকতা সম্পাদনে বিশেষ সহায়তা করেন যে ব্যক্তি, সেই ওয়াসিম খান মঙ্গলবার মধ্যরাতেও নিশ্চিত করতে পারেননি কবে আসবেন সাকিব কিংবা আদৌ চলে এসেছেন কি না।
বিমানবন্দরে সশরীরে উপস্থিত থাকা কোনো সূত্রের মাধ্যমেও নিশ্চিত হওয়া যায়নি যে, বুধবার প্রথম প্রহরে দেশে ফিরেছেন সাকিব। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় রাত ২টা ৫০ মিনিটে দেশে ফিরেছেন সাকিব। ঐ সূত্রের দাবি, দেশে ফেরা নিয়ে সৃষ্ট নানান গুঞ্জনের কারণেই অনেকটা নীরবে দেশে ফিরেছেন সাকিব।
পাশাপাশি সেই সূত্র থেকে আরেকটি তথ্য জানা গেছে, আসলে আজ (বুধবার) দিবাগত রাতে দেশে অবতরণের কথা ছিল সাকিবের। তবে শেষমূহুর্তে ফ্লাইট শিডিউল বদলে মঙ্গলবার দিবাগত রাত ২টায়ই দেশে ফিরে এসেছেন তিনি। এর আগে বিকেএসপি থেকে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে সেখানে অনুশীলন করবেন সাকিব।