প্রত্যয় নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীর শিরোইল কাঁচাবাজার বাস্তুহারা এলাকা হতে প্রায় দেড় লাখ টাকার ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। আটককৃতরা হলেন ওই এলাকার লিয়াকত হোসেন ও রিমন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শিরোইল এলাকায় অভিযান চালায়। এসময় রেলের বিপুল পরিমাণ টিকিটসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা রেলওয়ের কর্মকর্তাদের ম্যানেজ করে টিকিটগুলো সংগ্রহ করেছিল।
এদিকে একটি সূত্র জানিয়েছে, পশ্চিম রেলওয়ের এক কর্মকর্তার দায়িত্বে অবহেলার কারণে রাজশাহী-ঢাকা রুটের ট্রেনের টিকিট ব্যাপক কালোবাজারি হচ্ছে। এই কর্মকর্তার কারণে পশ্চিমাঞ্চল রেলওয়ের সেবাখাতে ব্যাপক অনিয়মও শুরু হয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন